Dr. Neem on Daraz
Victory Day

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত


আগামী নিউজ | সাখাওয়াত লিমন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২১, ০৪:৪৮ পিএম
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত

ছবি: আগামী নিউজ

মৌলভীবাজারঃ জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনৈতিক আচরণের বিরুদ্ধে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। 

এর ধারাবাহিকতায় কর্মবিরতির তৃতীয়দিন বৃহস্পতিবার (২০ মে)  সকালে শ্রমিকরা চা বাগান ফেক্টরীর সামনে ঢাকা-সিলেট ভায়া মৌলভীবাজার এর মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এতে সাতগাঁও, মাকরিছড়া ও ইছামতি চা বাগানের সহস্রাধিক চা শ্রমিক মানববন্ধনে অংশ গ্রহন করেন। 

মানববন্ধনে “ম্যানেজারের অপসারণ চাই” উল্লেখ করে শ্রমিকরা তাদের ১ দফা ১ দাবি উত্থাপন করেন। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষনা করেন শ্রমিকরা। 

সাতগাঁও চা বাগানের ছায়াবৃক্ষ চুরির ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ মে শনিবার শ্রমিকদের সাথে বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এই বিরোধ সৃষ্টি হলে অদ্যাবধি কোন সমাধান না হওয়ায় ১৮ মে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের
কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে একাট্টা হয়ে ওঠেন ৩ বাগানের শ্রমিকরা। 

শ্রমিকরা জানায়, বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাগান পঞ্চায়েত ও স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের উপেক্ষা করে শ্রমিকদেরকে নানাভাবে অহেতুক হয়রানিসহ যখন তখন বেআইনিভাবে কর্মচ্যুত করার ঘটনায় ক্ষোভে বিক্ষোভে ফুঁসে ওঠেন তারা। 

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ বলেন, বাগান কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের সৃষ্ট বিরোধের সমাধানের লক্ষ্যে গত ১৯ মে বুধবার দুপুরে আমরা সাংগঠনিকভাবে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি সাতগাঁও চা বাগানের ম্যানেজার রফিকুল ইসলামের সাথে এক আলোচনায় বসি। কিন্তু তাতে কোন সমাধান হয় নি। শ্রমিকরাও তাদের আন্দোলন অব্যাহত রেখেছে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে