Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন


আগামী নিউজ | মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৬:২৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন

ছবি: আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ স্বাস্থ্য সচিবালয়ে দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্থা করে দীর্ঘ সময় আটকের পর সাজানো মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৯ মে) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি পীযূষ কান্তি আচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সিনিঃ সহসভাপতি আল আমিন শাহীন, সমকালের স্টাফ রিপোর্টার আব্দুর নূর।

এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, করোনার মহামারীর সময় রোজিনা ইসলাম দুর্নীতির একের পর এক চিত্র তুলে ধরছেন, সেই সময়ে তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

কিন্তু মিথ্যা মামলা দিয়ে দুর্নীতি ডেকে রাখা যাবে না। রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ অতিরিক্ত সচিব জেবুন্নেছা সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় সাংবাদিকরা করোনাভাইরাস মহামারী প্রতিরোধে ব্যর্থ স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব ও অতিরিক্ত সচিব জেবুন্নেছা বেগমের প্রত্যাহার দাবি করেন।

এরপরই ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন অবস্থান কর্মসূচি পালন করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে