সুবর্ণচরে মৎস্য সম্পদ আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা
আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৬:১৩ পিএম
ছবিঃ আগামী নিউজ
নোয়াখালীঃ “সুনীল অর্থনীতির অগ্রগতি, মৎস সেক্টরের সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে সকল প্রজাতির মৎস্য এবং ক্রাস্টেশিয়ান্স আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা নোয়াখালী সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে বুধবার সকাল থেকে দিনব্যাপী সুবর্ণচর উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা 'সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা' প্রধান কার্যালয়ের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকতা খোরশেদ আলমের সঞ্চালনায় এবং জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএসএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম ইবনুল হাসান ইভেন।
এসময় উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় সহকারি সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সায়েদ, সদর উপজেলা সিনিয়র কর্মকর্তা মোহছেনা আক্তার, চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক তারিক খন্দকার, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন প্রমূখ।
কর্মশালায় অংশগ্রহণ করেন, সাংবাদি আব্দুল বারী বাবলু, মুজাহিদুল ইসলাম সোহেল, মোঃ ইমাম উদ্দিন সুমনসহ জেলে, মৎস্য ব্যবসায়ী, মৎস্য খামারী, মৎস্যজীবিসহ সুশীল সমাজের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় ৬৫ দিন মাছ ধরা থেকে বিরত থাকতে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।