ব্রাহ্মণবাড়িয়াঃ নতুন ১ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৭০০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৩৩৪৪ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। সর্বশেষ জেলায় ৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার (১৮ মে) রাত সাড় ৭টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৫১ টি রিপোর্টে নতুন আরও ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০১ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৩৭০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবং ৩৩৪৪ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮৩৫৬৬ জন।
এখন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬৮৪২৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১৪০৩ জন।