Dr. Neem on Daraz
Victory Day

রাঙ্গামাটিতে সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানির প্রতিবাদ


আগামী নিউজ | নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২১, ০৫:৪৪ পিএম
রাঙ্গামাটিতে সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানির প্রতিবাদ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিঃ প্রথম আলো জৈষ্ঠ সাংবাদিক স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্তা ও হয়রানির প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবীতে  রাঙ্গামাটি প্রেসক্লাব মানববন্ধন করেছে। 
 
মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিকরা একত্রিত হয়ে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  মানব বন্ধনের কর্মসূচী রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো, যুগান্তর, কালেরকন্ঠ, আমাদের সময়সহ জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যম সংবাদকর্মীরা।
 
সাংবাদিক রোজিনা ইসলামের অযথা আটকে রাখা ও হেনস্তার প্রতিবাদে তীব্র্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিক নির্যাতন বন্ধসহ গণমাধ্যমকে স্বাধীন ভাবে কাজ করা এবং রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে রাঙ্গামাটি প্রেসক্লাব।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে