ছবি: আগামী নিউজ
কুষ্টিয়াঃ ঈদের দিন দুপুরে কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে গিয়ে, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ মে) দুপুরে কুমারখালী নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের গোরস্থান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু বড়ুরিয়া গ্ৰামের রঞ্জুর ছেলে মোঃ ইয়ামিন (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বাড়ি থেকে গোসল করতে গড়াই নদীতে গেলে ইয়ামিন ও ইয়ামিনের মামাতো, ফুফাতো, ভাই। দুইজন গোসল করতে নদীতে নামে। এরিমধ্যে ইয়ামিনের পানিতে ডুবে মৃত্যু হয়।
এই সময় স্থানীয়রা ইয়ামিন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।