Dr. Neem on Daraz
Victory Day

গাড়ির চাপ নেই মহাসড়কে


আগামী নিউজ | রানা আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২১, ১১:১৯ এএম
গাড়ির চাপ নেই মহাসড়কে

ছবিঃ আগামী নিউজ

সিরাজগঞ্জঃ মহাসড়কে গতরাতে গাড়ির চাপ ও কিছুটা যানজট থাকলেও তা ভোর রাতেই স্বাভাবিক হয়ে গিয়েছে, নেই কোনো গাড়ির চাপও। সকালে মহাসড়কের চিত্র যেন গতকালের চেয়ে পুরোটাই উল্টো। 
 
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে সিরাজগঞ্জের কোনো অংশে নেই যানজট ও গাড়ির চাপ। মাঝে মধ্যে চলছে কিছু গাড়ি। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী।
 
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বলেন, রাতে মহাসড়কে গাড়ির চাপ ও কিছুটা যানজটের পাশাপাশি ধীরগতি থাকলেও তা ভোরবেলাতেই কেটে গেছে। এখন মহাসড়কে গাড়ির কোনো চাপ নেই বলেও জানান তিনি।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার কর্তব্যরত কর্মকর্তা মোছা. মিলি আক্তার বলেন, মহাসড়কে যানজট বা গাড়ির চাপ কোনটাই নেই। মাঝে মাঝে কিছু গাড়ি চলছে।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে জানান, মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিকের চেয়েও কম। রাতে গাড়ির চাপ থাকলেও সকাল থেকে মহাসড়কে গাড়ির কোনো চাপই নেই বলে জানান এই কর্মকর্তা।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে