সংগৃহীত
নরসিংদীঃ নরসিংদীতে যাত্রীবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের দুই চিকিৎসক সহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। বুধবার (১২ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডাক্তার জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন। তাদের বাড়ী নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে কর্মরত ছিলেন। অপর নিহত মাইক্রোবাসের চালক খোকন।
পুলিশ জানিয়েছেন, নিহত চিকিৎসক জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন ঈদ উপলক্ষে ঢাকা থেকে নরসিংদীর মরজাল গ্রামের বাড়ী যাচ্ছিল।
এ সময় তাদের গাড়ীটি ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে পৌছলে ভৈরব থেকে আসা একটি যাত্রীবাগী বাস অপর একটি যাত্রী বাহী বাসকে ওভারটেক করার সময় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলেই দুই চিকিৎসক ও মাইক্রোবাসের চালক সহ ৩ যাত্রী নিহত হয়। আহত হয় বাসের ৫যাত্রী। তাদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ইটাখোলা হাইওয়ে ফারির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন,যাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতিতে আরেকটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে ৩ জন মারা যায়। বাসটিকে আটক করা হয়েছে।