Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২১, ০৭:৩২ এএম
বগুড়ায় ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত

সংগৃহীত

বগুড়াঃ জেলা সদরে ছুরিকাঘাতে আছিয়া বেগম (৬৮) নামের এক বৃদ্ধা নিজ ঘরে খুন হয়েছেন। 

মঙ্গলবার (১১মে) রাত ৯টার দিকে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বিলপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে।

বগুড়া সদর থানার পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।

নিহত আছিয়া খাতুন ওই এলাকার মৃত রমজান আলীর স্ত্রী। 

স্থানীয়রা জানান, নিহত আছিয়া তার ছেলে, নাতি ও ছেলের বউ নিয়ে একই বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাতে তার শয়নকক্ষে গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেন স্বজনেরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, হত্যার ঘটনা উন্মোচনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে