Dr. Neem on Daraz
Victory Day

দিনাজপুরে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৩


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২১, ১১:৫১ এএম
দিনাজপুরে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৩

ফাইল ফটো

দিনাজপুরঃ ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১৩, সুস্থ্য ১৭ ,মৃত্যু ১ জন। ফলোআপ পজিটিভ ৩ জন।  

সিভিল সার্জন অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ ১১ ই মে জানানো হয়, মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় নতুন করে আরও ১ জনের মৃত্যু। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত  হয়ে প্রাণ হারিয়েছে ১১৯ জন। 
 
এছাড়া গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় ৭০ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত করোনা রোগীদের মধ্যে ১২ জনই সদর উপজেলার এবং বাকি ১ জন পার্বতী পুর উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ১৮.৫৭%।বর্তমান রোগীর সংখ্যা ১৯৯ আর হাসপাতালে ভর্তি এখন ১৫ জন।     
 
জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ৫১৪ জন করোনা শনাক্ত, মোট সুস্থ  ৫ হাজার ১৯৯ জন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে