Dr. Neem on Daraz
Victory Day

সাভারে চাঁদাবাজির অভিযোগে ৬ শ্রমিক নেতা গ্রেফতার


আগামী নিউজ | হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২১, ০৫:২৩ পিএম
সাভারে চাঁদাবাজির অভিযোগে ৬ শ্রমিক নেতা গ্রেফতার

ঢাকাঃ জেলার সাভারের আশুলিয়ায় ভার্সেটাইল এটোয়ার লিমিটেড নামের এক পোশাক কারখানার শ্রমিকদের নিকট হতে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে ৬ শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মে) দুপুরে গ্রেফতার আসামিদেরকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। 

এরআগে রোববার (০৯ মে) দিবাগত রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতার আসামিরা হলো- বাংলাদেশ রেডিমেট গার্মেন্টস ও ওয়ার্কাস ফেডারেশনের সভাপতি জাহিদুর রহমান জীবন, শ্রমিক নেতা শাহ আলম, আশিক, রতন, সুলতান ও বকুল। সকলের বিস্তারিত পরিচয় জানা সম্ভাব হয়নি।  

পুলিশ জানায়, গত কয়েকদিন যাবৎ আশুলিয়ার শ্রীপুরস্থ ভার্সেটাইল এটোয়ার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা মার্চ মাসের বেতনের জন্য আন্দোলন করে আসচ্ছিলো। পরে গতকাল শ্রমিকদের টাকা পরিশোধের কথা ছিলো। কিন্তু মালিক পক্ষের টাকা সংগ্রহ করতে দেরি হওয়ায় বেতন দিতে রাত হয়ে যায়। বেতন দেওয়ার সময় শ্রমিক নেতারা শ্রমিকদের থেকে জোরপূর্বক ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৭০ হাজার টাকা চাঁদাবাজি করে। পরে শ্রমিকরা জরুরি সেবা ৯৯৯  কল করে এবং আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে৷

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, কারখানা কর্তৃপক্ষ সেই শ্রমিক নেতাদের নামে মামলা করেছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে