Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় বোরো ধান সংগ্রহ করা হবে ১৬ আগষ্ট পর্যন্ত


আগামী নিউজ | মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২১, ০৪:৪২ পিএম
দুপচাঁচিয়ায় বোরো ধান সংগ্রহ করা হবে ১৬ আগষ্ট পর্যন্ত

ফাইল ফটো

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় সরকারি গুদামে ধান সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে ১৬ আগষ্ট পর্যন্ত।

এ লক্ষে রোববার (৯ এপ্রিল) লটারির মাধ্যমে প্রথম পর্যায়ে কৃষক নির্বাচিত করা হয়েছে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক।

সোমবার (১০ এপ্রিল) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক আগামী নিউজ কে বলেন, এবারে পাইলট প্রজেক্ট হিসাবে এ্যাপসের মাধ্যমে সরকারি গুদামে ধান সংগ্রহের জন্য কৃষকদের কাছ থেকে এ্যপসের মাধ্যমে নিবন্ধন করার আহবান করা হয়েছে। এজন্য প্রচারণাও করা হয়েছে উপজেলাজুড়ে। দুপচাঁচিয়া উপজেলায় ৯ মে পর্যন্ত ২ হাজার ৮ শত ৪২ জন কৃষক সরকারি গুদামে ধান সরবরাহের জন্য নিবন্ধন  করেছেন। প্রথমবারের জন্য হলেও নিবন্ধনে অংশগ্রহনকারী কৃষকের সংখ্যা সন্তোষজনক বলেও জানান তিনি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে নিবন্ধনকারী কৃষকের মধ্য থেকে সরকারী গুদামে ধান সংগ্রহের জন্য ৮ শত ৪২ জন কৃষক কে নির্বাচিত করা হয়েছে। তাদের কাছ থেকে ৮ শত ২১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।  অতি অল্প সময়ের মধ্য দ্বিতীয় পর্যায়ে আবারও নিবন্ধনকারী কৃষকদের মধ্য থেকে ধান সরবরাহের জন্য  লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হবে। দুপচাঁচিয়া উপজেলায় ১ হাজার ৬ শ ৪২ মে.টন ধান সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, ২৬ এপ্রিল (সোমবার) খাদ্যমন্ত্রী ভার্চুয়াল সংবাদ মাধ্যমে জানান, চলতি বোরো মৌসুমে ২৭ টাকা কেজি দরে ৬ লক্ষ ৫০ হাজার মে.টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে