Dr. Neem on Daraz
Victory Day

চরজুবিলীতে ৩শ পরিবারের পাশে রোকসানা কামাল চৌধুরী  


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২১, ০৮:৩৩ পিএম
চরজুবিলীতে ৩শ পরিবারের পাশে রোকসানা কামাল চৌধুরী  

ছবি: আগামী নিউজ

নোয়াখালীঃ করোনা থামিয়ে দিয়েছে কৃষিপ্রধান এলাকা নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচরের চিরচেনা কর্মচাঞ্চল্য। প্রশাসনের বিধি নিষেধের মধ্যে প্রত্যন্ত এ অঞ্চলের অধিকাংশ কর্মই বন্ধ। এমন পরিস্থিতির মুখে কখনই পড়েননি এ জনপদের মানুষ। ভীষণ বিপাকে পড়েছেন কৃষক, দিনমজুর ও হতদরিদ্র্ররা। সুবর্ণচরে এমন ৩শ পরিবারের পাশে দাঁড়িয়েছেন চরজুবিলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে নারী প্রার্থী রোকসানা কামাল চৌধুরী।

স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর পক্ষে স্বামীর সহায়তায় বৃহস্পতিবার সুবর্ণচরের চরজুবিলী ইউনিয়নে ৩০০ পরিবারের প্রত্যেকে ঈদ সামগ্রী ও রোজার খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। রোকসানা কামাল ঐ ইউনিয়নের হাজী ছৈয়দের রহমান চৌধুরীর পুত্র বধূ ও ব্যবসায়ী কামাল চৌধূরীর সহধর্মিনী।

চর জুবিলী ইউনিয়নের ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, দুধ, কিসমিস, খেঁজুর। আর রোজার সামগ্রীর মধ্যে বুট ,মুডি, বেসন,খেঁজুর ও সাবান রয়েছে।

যার যা সামর্থ আছে, সেই অনুযায়ী এমন ছোট ছোট উদ্যোগ নিয়ে সবাই এগিয়ে এলে সংকট কাটিয়ে উঠতে পারবে মানুষ এমন মত এই মহিলা চেয়ারম্যান প্রার্থীর। তিনি বলেন, দেশের এই দুর্যোগের সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে ধন্য মনে করছি। শুধু সরকার নয়, যে কোনো মহামারী সময় সমাজের বিত্তবানরা একটু এগিয়ে এলে কেউ অনাহারে থাকবে না।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে