Dr. Neem on Daraz
Victory Day

রাঙামাটিতে ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


আগামী নিউজ | নাজমুল হোসেন, রাঙ্গামাটি সদর প্রতিনিধি  প্রকাশিত: মে ৬, ২০২১, ০৪:০০ পিএম
রাঙামাটিতে ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ছবি: আগামী নিউজ

রাঙ্গামাটিঃ করোনা ভাইরাস (কোভিড ১৯) এ বিপর্যস্ত ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

বৃহস্পতিবার (৬ মে) সকালে রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশনস্থ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রাঙ্গণে রাঙামাটি ২৯৯ আসনের সাংসদ ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে, সিনিয়র সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক হাজী কামাল উদ্দিন, হারুন অর রশিদ মাতব্বর, মোঃ নিজাম উদ্দিন, নেছার আহমেদ , ইউসুফ হারুন, জাহিদ আক্তার, মেহেদী আল মাহবুব, আবুল মনসুর ওবাইদুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকদের মাধ্যমে উক্ত খাদ্য সামগ্রীগুলো অসহায় মানুষদের বাসায় বাসায় পৌঁছে দেয়া হয়।  খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো (চাউল-৫কেজি, আলু-২কেজি, মশুর ডাল-১কেজি, পিঁয়াজ-২কেজি, সয়াবিন তেল-১লিটার)

বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন- পাহাড়ের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ যদি এগিয়ে আসে তাহলে পাহাড়ের কেউ অভূক্ত থাকবে না।

তিনি চেম্বারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চেম্বার ৫০০ জনের দায়িত্ব নিয়েছে এই ভাবে যদি রাঙামাটির বিত্তবান ও সমাজপতিরা যদি এগিয়ে আসে তাহলে সরকারের খাদ্য সহায়তা কার্যক্রম সফল হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কথা চিন্তা করে জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানের যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত সময়োপযোগী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব তাই জনগনের এই দূর্দিনে তিনি এগিয়ে এসেছেন।

আগামীনিউজ/নাহিদ


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে