বগুড়াঃ চাল-ডাল-তেল পিয়াঁজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, ঈদের আগে সকল শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস পরিশোধের দাবীতে বগুড়া জেলা শহরে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট।
বৃহস্পতিবার (৬মে) বেলা ১২টার দিকে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার সমন্বয়ক বগুড়া জেলা সিপিবি সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না।
বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলার অন্যতম নেতা, বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সিপিবি বগুড়া জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ বগুড়া জেলা সদস্যসচিব সাইফুজ্জামান টুটুল, গণসংহতি আন্দোলনের বগুড়া জেলা সমন্বয়ক আব্দুর রশিদ, সিপিবি সদর উপজেলা সভাপতি সন্তোষ পাল প্রমূখ।
সমাবেশ সঞ্চালনা করেন বাসদ বগুড়া জেলা সদস্য দিলরুবা নূরী ।
এতে বক্তারা বলেন, করোনার কারণে এমনিতেই মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তার উপর চাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির দাম বাড়ছে। এর লাগাম টেনে ধরতে হবে। তাছাড়া সাধারণ মানুষের জন্য রেশনিংসহ গণবন্টন ব্যবস্থা চালু করতে হবে।
আগামীনিউজ/নাহিদ