Dr. Neem on Daraz
Victory Day

রাজশাহীতে যে কোনো মূল্যে চলবে বাস


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ৪, ২০২১, ০৪:৫৮ পিএম
রাজশাহীতে যে কোনো মূল্যে চলবে বাস

ছবি: আগামী নিউজ

রাজশাহী: বিধিনিষেধ ভেঙ্গে যে কোন মূল্যে রাজশাহী থেকে দুরপাল্লার বাস চালানোর ঘোষণা দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। বাধা দেয়া হলে ব্যারিকেড গড়ে তোলার হুশিয়ারীও উচ্চারণ করেছে সংগঠনটি। 

মঙ্গলবার (৪ মে) দুপুরে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী সাংবাদিকদের এমনটা জানিয়েছেন। 

তিনি বলেন, ৬ মে থেকে যে কোনো মূল্যে বাস চলবে। কোনো বাধা মানা হবে না। যেখানে বাধা দেওয়া হবে সেখানেই ব্যারিকেড গড়ে তোলা হবে। মাহাতাব হোসেন চৌধুরী প্রশ্ন তোলে বলেন, আন্তঃজেলা বাস যদি চলে তাহলে দুরপাল্লার বাস চললে সমস্যাটা কোথায়? বরং দুরপাল্লার বাসেই ক্ষতির আশঙ্কা কম। ট্রেন চললে বাস চলতে পারবে না কেন? ঢাকা থেকে একজন যাত্রী রাজশাহীতে আসতে চাইলে তাকে কতটা জেলা পার হতে হয় সে হিসেব কি আছে তাদের কাছে? 

এ গণপরিবহণ শ্রমিক নেতার দাবি, শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের পেটে ভাত নেই। তারা করোনায় মরতে চায়, কিন্তু না খেয়ে মরতে চায় না। এজন্য তারা সরকারি নির্দেশনায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে বস রুটে বাস চালাবেন। কোনা বাধা মানা হবে না। 

সাধারণ শ্রমিকরা যদি রাস্তায় নেমে পড়েন, তবে সংগঠনের নেতাদের কিছু করার থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে