Dr. Neem on Daraz
Victory Day

নাটোরের গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় 


আগামী নিউজ | আব্দুল মজিদ নাটোর জেলা প্রতিনিধি  প্রকাশিত: মে ৩, ২০২১, ০৪:৩১ পিএম
নাটোরের গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় 

ছবি: আগামী নিউজ

নাটোর: জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

সোমবার (৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় তিনি বলেন, প্রশাসন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম করোনাকালে সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে করোনার সংকটময় মুহূর্তে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন। আগামীতেও এভাবেই গণমানুষের কল্যানে গণমাধ্যমে লেখনী অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন, ইউনাইটেড প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম রেজা ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন। 

মতবিনিময় শেষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক। 

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে