চাঁপাইনবাবগঞ্জ: চলমান লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মে) দুপুরে জেলা ট্রাক, টাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহরের স্বরূপনগরের শ্রমিক ভবন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক সভাপতি সাইদুর রহমান, বর্তমান সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের রাজন, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারওয়ারসহ শ্রমিক নেতা ও সাধারণ পরিবহন শ্রমিকরা।
এ সময় বক্তারা, পরিবহন শ্রমিকদের বর্তমান করুণ পরিস্থিতিতে মানবিক কারনে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানান। শ্রমিকদের জন্য বাস টার্মিনালে ১০ টাকা কেজি দরে চালের দাবি জানিয়ে তারা বলেন, গাড়ির চাকা না চললে আমরা খাবো কি? আর কতোদিন এভাবে কর্মহীন থাকতে হবে? আমাদের জন্য এখন পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা দেয়া হয়নি।
এসময় শ্রমিকদের মানবেতর জীবনযাপনের বিষয়টি বিবেচনা করে ব্যাবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয় সমাবেশে।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান সংগঠনটির সভাপতি মো. আইয়ুব আলি।
আগামীনিউজ/নাহিদ