Dr. Neem on Daraz
Victory Day

টঙ্গীর সেই কিশোর কেবিডি গ্রেপ্তার


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ০৮:৪৩ পিএম
টঙ্গীর সেই কিশোর কেবিডি গ্রেপ্তার

ছবি: আগামী নিউজ

গাজীপুর: টঙ্গীর সেই কিশোর সাব্বির হোসেন ওরফে কেবিডি (১৬) গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার বাসা থেকে শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) ইলতুৎ মিশ ও এলাকার একাধিকসুত্রে জানা গেছে, কিশোর সাব্বির ওই এলাকার শাহ আলমের ছেলে। কিশোর অপরাধের সাথে যুক্ত থাকার কারণে বাবার বাসা থেকে গত এক বছর আগে বের করে দেওয়া হয়। তাছাড়া তার বাবা-মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। মা অন্যত্র বিয়ে করেছে। পরবর্তীতে এলাকার কুখ্যাত অপরাধী চাঁদাবাজ সজল সরকার, ৪৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সজলের বাসায় থাকেন। তার বাসায় থেকে এলাকায় ছোটবড় কিশোর-যুবকদের সাথে চলাফেরা করে বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত হয়। 

এলাকার অলিতে-গলিতে বিভিন্ন সময় মারামারি ও দুর্ঘটনার ঘটনা ঘটিয়ে থাকে। স্বেচ্ছাসেবক লীগ নেতা সজলের প্রভাব বেশি থাকায় এলাকায় কোন মানুষের সাথে ভালো ব্যবহার করেন না কেবিডি সাব্বির। কেবিডি সাব্বিরের সাথে আরো কিছু ছেলেপেলে সব সময় থাকে যাদেরকে তিনি বন্ধু হিসেবে জানেন চেনেন। এদের মধ্যে অন্যতম হলো মোহাম্মদ নাবিল (১৫), তানভীর (১৮) ও তুষার (১৮)। এরা সব সময় কেবিডি সাব্বিরের সাথে চলাফেরা করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কেবিডি এর ফুল নেম-কেতে কামলা-বি - বলদ, ডি- ডমেস্টিক, অর্থাৎ কেবিডি এর পূর্ণনাম কামলা বলদ ডমেস্টিক। এর বাহিরেও তার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যার পর টঙ্গীর বনমালা (শান্তিবাগ) এলাকার এইচ এম মেহেরের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় শুক্রবার টঙ্গী পূর্ব থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে