Dr. Neem on Daraz
Victory Day

যশোর পৌরসভার প্যানেল মেয়র হলেন অপু


আগামী নিউজ | বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ১০:১৯ পিএম
যশোর পৌরসভার প্যানেল মেয়র হলেন অপু

ছবি: আগামী নিউজ

যশোর: পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোকছিমুল বারী অপু। এছাড়া প্যানেল মেয়র ২ ও ৩ নির্বাচিত হয়েছেন যথাক্রমে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি ও আইরিন পারভীন ডেইজি। 

বুধবার (২৮ এপ্রিল)  দুপুরে যশোর পৌরসভার মিলনায়তনে নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। পৌরসভায় ১২ জন ওয়ার্ড কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে এ প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন করেন। নির্বাচন কাজে সহায়তা করেন পৌরসচিব আজমল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু।

যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোকছিমুল বারী অপু ৬ ভোট পেয়ে প্যানেল মেয়র ১ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবীর সুমন পেয়েছেন ৫ ভোট। এছাড়া প্যানেল মেয়র ২ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত-৩ আসনের মহিলা কাউন্সিলার রোকেয়া পারভিন ডলি। তিনিও পেয়েছেন ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম পেয়েছেন ৫ ভোট। এ ছাড়া প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসন-১ এর কাউন্সিলর আইরিন পারভিন ডেইজি। তিনি পেয়েছেন ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ কুমার নাথ বাবলু পেয়েছেন ৫ ভোট।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে