Dr. Neem on Daraz
Victory Day

যশোরে আকুঞ্জি হত্যা মামলার চার্জশিট


আগামী নিউজ | বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ১০:১৫ পিএম
যশোরে আকুঞ্জি হত্যা মামলার চার্জশিট

যশোর: জেলার অভয়নগরের শুভরাড়া গ্রামের আল মামুন আকুঞ্জি হত্যা মামলায় দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনের অব্যহতির আবেদন করা হয়েছে। অভিযুক্ত আসামিরা হলেন শুভরাড়া গ্রামের মৃত গফুর ফকিরের ছেলে রিপন ফকির ও নিকারিপাড়ার সুবিদ নিকারির ছেলে বিল্লাল নিকারি।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৭ অক্টোবর একই গ্রামের লিটন ফকির পূর্বের একটি বিরোধ মীমাংসার জন্য আল মামুনকে তার বাড়ি যেতে বলে। আল মামুন, মাসুম, সবুজ  বিকেলে বাড়ি থেকে বের হয়ে লিটনের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে গ্রামের সোবহান মোল্লার বাড়ির সামনে কাঁচা রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী রিপন ও বিল্লাল তাদের গতিরোধ করে। এরমধ্যে রিপনের হাতে থাকা বন্দুক দিয়ে আল মামুনকে গুলি করে। মামুনুনের সাথে অপর দুইজন দৌড়ে পাশে যেয়ে চিৎকার দিলে হত্যাকারীরা পালিয়ে যায়। মামুনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফুলতলা পরে খুলনা মেডিকেলে নেয়া হলে মারা যায়। 

এ ব্যাপারে নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। এ  মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। 

হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় লিটন ফকির, মাসুদ ও মাহার মিস্ত্রীর অব্যহতির আবেদন করা হয়েছে। চার্জশিটে অভিযুক্ত বিল্লা নিকারিকে পলাতক দেখানো হয়েছে।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে