Dr. Neem on Daraz
Victory Day

দিনাজপুরে আজ সুস্থ ১৮, শনাক্ত ১৯


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ১২:৪৩ পিএম
দিনাজপুরে আজ সুস্থ ১৮, শনাক্ত ১৯

ফাইল ফটো

দিনাজপুরঃ গত ২৪  ঘন্টায় দিনাজপুরে করোনা আক্রান্ত শনাক্ত ১৯ জন,সুস্থ ১৮ জন। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, আজ ২৮ এপ্রিল ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩০ টি,  শনাক্ত মোট ১৯  জন, ফলো আপ পজিটিভ ৪ জন,সনাক্তের হার ১৪.৬১ %। জেলায় মোট সনাক্ত ৫ হাজার ৩৫৫ জন, মোট সুস্থ্য  ৪ হাজার ৯২৩ জন, মোট মৃত্যু ১১০ জন ।
 
নতুন করোনা আক্রান্ত সনাক্তদের মধ্যে সদরে বরাবরের মতই বেশি আজ ১১ জন,বিরল ১ জন, চিরিরবন্দর ১জন, ফুলবাড়ি ২ জন, ঘোড়াঘাট ১ জন,নবাবগঞ্জ ১ জন, পার্বতীপুর ২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন।
 
২৪ ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ ৮৪ টি, মোট নমুনা সংগ্রহ ৩৯ হাজার ৯৩২ টি, মোট নমুনা পরীক্ষা ৩৭ হাজার ৩১৫ টি। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ৭৬ জন , মোট কোয়ারেন্টাইন ৩২ হাজার ১৫১জন, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র ৬৩ জন, মোট কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ৩১হাজার ৫৫৩ জন, হোম আইসোলেশনে আছেন ২৯৯ জন, বর্তমান রোগী ৩২২ জন। 
 
কোভিড ১৯ টিকার জন্য মোট নিবন্ধিত ব্যাক্তির সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৩৬২ জন।
 
আগামীনিউজ/এএস  
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে