Dr. Neem on Daraz
Victory Day

কেজি দরে তরমুজ বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা


আগামী নিউজ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১, ০৭:৫১ পিএম
কেজি দরে তরমুজ বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা

ছবি: আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়া: পিসের বদলে কেজি দরে তরমুজ বিক্রি করার দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করেছেন সদর উপজেলার ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের ফলের দোকানগুলোতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পিস হিসেবে কিনে আনা তরমুজ সাধারণ ক্রেতাদের কাছে কেজি দরে বিক্রি করার খবরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন রশিদের নেতৃত্বে ফলের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় শহরের আনন্দবাজার ও কুমারশীল মোড় এলাকায় দুটি ফলের দোকানে পিসের বদলে কেজি হিসেবে তরমুজ বিক্রি করার দায়ে দুইজন বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন রশিদ বলেন, খুচরা ব্যবসায়ীরা আড়ৎ থেকে পিস হিসেবে তরমুজ কিনে আনলেও সাধারণ ক্রেতাদের কাছে কেজি দরে বিক্রি করছেন। এতে করে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুইজনকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে