মাগুরা: করোনাকালীন সময়ে মাগুরায় ধানকাটা শ্রমিকের অভাবে শঙ্কিত কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলা যুবলীগ। চলতি বোরো মৌসুমে সারাদেশে ধান কাটা উৎসবের সাথে জেলার দরিদ্র কৃষকদের সহযোগিতায় ধান কাটা কার্যক্রম শুরু করেছে জেলা যুবলীগ। এবার আবহাওয়া অনুকুলে থাকায় মাগুরা জেলায় বোরো ধানের বাম্পার ফলনে কৃষক খুবই খুশি।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সদরের সত্যপুর গ্রামের দুই দরিদ্র কৃষকের ২ বিঘা জমির ধান কাটায় অংশ নেয় জেলা যুবলীগের নেতাকর্মীরা। সকাল ৭ টায় কৃষক সোহাগ মোল্যর ১ বিঘা জমির ধান কাটা শুরু করে। পরে একই গ্রামের কৃষক শাহজাহান মিয়ার ১ বিঘা জমির ধান কেটে দেয় যুবলীগের নেতাকর্মীরা।
ধানকাটা কর্মসুচিতে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের নেতৃত্বে যুগ্ম-আহবায়ক আলী আহাদসহ অর্ধ-শতাধিককর্মী এ কাজে অংশ নেয়।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, করোনা মহামারীতে শ্রমিক সংকটের কারণে জেলার কৃষকরা ধান কাটতে পারছেন না। ইতিমধ্যে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস
পরশের আহবানে সাড়া দিয়ে তারা কৃষকের পাশে দাঁড়িয়েছেন।
প্রসঙ্গত, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায় করোনা মহামারীতে জেলা যুবলীগের নেতৃত্বে গঠিত হটলাইন টিমের মাধ্যমে করোনা আক্রান্ত রোগী, দু:স্থ, অসহায় মানুষের খাদ্য বিতরণ করছে । এছাড়া জেলার নানা মানবিক কাজে অংশ নিচ্ছে জেলা যুবলীগ।
আগামীনিউজ/নাহিদ