Dr. Neem on Daraz
Victory Day

হবিগঞ্জে রাসেল হত্যার প্রতিবাদে মানববন্ধন


আগামী নিউজ | মোহাম্মদ শাহ্ আলম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১, ০৯:৫৩ পিএম
হবিগঞ্জে রাসেল হত্যার প্রতিবাদে মানববন্ধন

ছবি: আগামী নিউজ

হবিগঞ্জ: সদর উপজেলার ধুলিয়াখালে নানা শ্বশুর বাড়িতে রাসেল মিয়া নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পাইকপাড়া গ্রামবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ এপ্রিল) বিকালে পাইকপাড়া বাইপাসে প্রায় শতাধিক গ্রামবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত রাসেল মিয়া উপজেলার পাইকপাড়া গ্রামে আব্দুল করিম মিয়ার ছেলে।

এ সময় পাইকপাড়া গ্রামবাসী নিহত রাসেলের মৃত্যুর সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় নিহত রাসেলের মা দিলআরা দাবি করেন রাসেলের স্ত্রী,ভায়রা, সম্বন্ধীসহ তার স্ত্রী পরিকল্পিতভাবে বিষপান করিয়ে তাকে হত্যা করে।

মানববন্ধনে নিহত রাসেল মিয়ার মা আরো বলেন তার ছেলেকে নানা শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।  তিনি বলেন, আমার ছেলেকে তার স্ত্রী ফোন দিয়ে নিয়ে যায়। পরে গত মঙলবার বিকেলে তার ভায়রা ভাই কামাল মিয়া ফোন দিয়ে জানান তার ছেলে রাসেল বিষ পান করেছে। 

তিনি আরও বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে আমি এর বিচার চাই। এ দিকে সংসারের একমাত্র উপার্জনকারী রাসেলের মৃত্যুতে তার পরিবার চরমভাবে ভেঙ্গে পরেছেন বলে জানান এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তব্য রাখেন নিজামপুর ইউনিয়নের সদস্য মো আব্দুল আউয়াল, এলাকার মুরব্বি মো শমছু মিয়া,আব্দুল হেকিম,আফিল উদ্দিন, এ সময় উপস্থিত ছিলেন , লিটন মিয়া,বাচ্চু মিয়া,জালাল মিয়া,উস্তার মিয়া,আলাউদ্দিন, মিয়া,মনি আক্তার, দিলআরা বেগম,মিনারা বেগম,আব্দুল হাই, মামুন মিয়া, রোমান মিয়া,ফুল মিয়া,সুহেল মিয়া,আনেছা বেগম,মিছানা খাতুন প্রমুখ।

উল্লেখ্য জানা যায়, গত ৫ মাস আগে নিজামপুর গ্রামের রফিক মিয়ার মেয়ের সাথে পাইকপাড়া গ্রামের আছিয়া বেগমের প্রেমের বিয়ে হয়। এরপর থেকে তাদের সংসার জিবনে তুচ্ছ ঘটনা ছাড়া ভালোই কাটছিল। গত রোববার আছিয়া বেগম তার নানা বাড়ি ধুলিয়া খাল বেড়াতে আসে এর পর মঙলবার তার স্বামি রাসেল মিয়াকে ফোন দিয়ে আসতে বলেন। স্ত্রীর কথা রাসেল মিয়া তার নানা শশুড় বাড়ি গেলে বিকেলে শশুড় বাড়িতে তিনি বিষাক্রান্ত হন। 

এ সময় তার শশুড় বাড়ির লোকজন রাসেলের বাড়িতে খবর দিলে রাসেলের মা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংখাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাসেল মিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার তিনি মারা যান। 

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে