ছবিঃ আগামী নিউজ
বগুড়াঃ জেলার সারিয়াকান্দিতে পৌরসভা এলাকায় রাস্তা কার্পেটিং ও আর,সি,সি কাজের ভিক্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
সোমবার (২৬এপ্রিল) বিকেলে রাস্তা কার্পেটিং উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার প্রমুখ।
পৌরসভার এলাকায় মুক্তিযোদ্ধা মোড় হইতে গোসাইবাড়ী ব্রীজ পর্যন্ত রাস্তা কার্পেটিং এর ব্যয় ধরা হয়েছে ৬৮ লক্ষ টাকা এবং বালিকা বিদ্যালয় মোড় হতে পূর্ব ওয়াপদা বাঁধ পর্যন্ত ভায়া কুঠিবাড়ী মিঠু মাষ্টারের বাড়ীর রাস্তা আর,সি,সি উন্নয়ন কাজের ব্যয় ২৮ লক্ষ টাকা।
আগামীনিউজ/এএস