Dr. Neem on Daraz
Victory Day

নবাবগঞ্জে ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ


আগামী নিউজ | শামীম হোসেন সামন, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ০৮:২২ পিএম
নবাবগঞ্জে ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

ছবি: আগামী নিউজ

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সরকার ঘোষিত লকডাউনের সময়ে ঢাকার নবাবগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে দিলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

রোববার (২৫ এপ্রিল) সকালে নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের আড়িয়াল বিলে কৃষক নাসির উদ্দিনের ৪ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা।

আরোও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশাল আহম্মেদ মারুফ, সদস্য মিজানুর রহমান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর চোকদার, ছাত্রনেতা মিজান মোল্লা প্রমুখ।

ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যে কোনও দূর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে