Dr. Neem on Daraz
Victory Day

করোনায় কুষ্টিয়ার দুদকের সহকারী পরিচালকের মৃত্যু


আগামী নিউজ | কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ০৩:৫৮ পিএম
করোনায় কুষ্টিয়ার দুদকের সহকারী পরিচালকের মৃত্যু

সংগৃহীত

কুষ্টিয়া: করোনায় মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার বিকেলে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. শহীদুল ইসলাম সর্বশেষ কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি খুলনার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।

শহীদুল ইসলামের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে। ব্যক্তি জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে দুদকের মোট ১২৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০৫ জন সুস্থ হলেও মারা গেছেন শহীদুল ইসলামসহ ৩ জন। বাকিরা হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন এবং কোয়ারেন্টিনে আছেন।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে