Dr. Neem on Daraz
Victory Day

কুমারখালীতে শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ 


আগামী নিউজ | হুমায়ুন কবির,  কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ০২:৪৭ পিএম
কুমারখালীতে শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ 

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলার ২০২১-২০২২ চক্রের এলজিএসপির অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল)  সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরীর সামনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান,  কুমারখালী পৌরসভার কাউন্সিলর বৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ৪৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে