Dr. Neem on Daraz
Victory Day
শের-ই-বাংলা নৌ-ঘাঁটিতে 

কলাপাড়ায় নৌ-বাহিনীর সহায়তা প্রদান


আগামী নিউজ | রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০৯:০৪ পিএম
কলাপাড়ায় নৌ-বাহিনীর সহায়তা প্রদান

ছবি: আগামী নিউজ

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় মহামারি করোনা মোকাবেলায় ঘরবন্দী হয়ে কর্মহীন ও অসহায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌ বাহিনী। 

শনিবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে কলাপাড়ায় নির্মানাধীন শের-ই-বাংলা নৌ-ঘাঁটি চত্বরে ১৫০ পরিবারের মাঝে প্রথম ধাপে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বৈশ্বিক মহামারি পরিস্থিতে লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া, বানাতিপাড়া এবং লালুয়া গ্রামের ওইসব মানুষের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ছোলাবুট, লবন, আটাসহ নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার পক্ষ থেকে অধিনায়ক বানৌজা শের-ই-বাংলা’র ক্যাপটেন এম মহব্বত আলীসহ নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, রবিবার ওই ইউনিয়নের আরো ১৫০ পরিবারকে এ সহায়তা প্রদান করা হবে।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে