Dr. Neem on Daraz
Victory Day

একদিন আগেই খুলেছে রংপুরের বিভিন্ন মার্কেট


আগামী নিউজ | শরিফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০৩:০০ পিএম
একদিন আগেই খুলেছে রংপুরের বিভিন্ন মার্কেট

ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ বিধিনিষেধের মধ্যেই দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে।তবে একদিন আগেই রংপুরের বিভিন্ন মার্কেট খুলতে দেখা গেছে।

শনিবার সকালে নগরীর বিপনী বিতান গুলো  স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বেচাকেনা করতে দেখা গেছে। যদিও ব্যবসায়ীদের দাবী প্রস্তুতি হিসেবে পরিস্কার পরিচ্ছন্নতার জন্যই দোকান খুলেছেন তারা।

এদিকে স্বাস্থ্য বিধি না মানলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। অন্যদিকে ক্রেতারাও যাতে স্বাস্থ্য বিধি মেনে মার্কেটগুলোতে আসেন সে ব্যাপারে সতর্ক থাকার কথা জানান নেতারা।

উল্লেখ্য,করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলো সরকার। পরে তা শিথিল করে শুধুমাত্র সিটির মধ্যে সীমিত আকারে যান চলাচল ও নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয় শপিংমল।

আবার সংক্রমণ বাড়ায় ১৪ এপ্রিল থেকে আবারও সাতদিনের বিধিনিষেধ আরোপ করা হয়। পরে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশক্রমে এর মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে