Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৩৪


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ০৮:১২ পিএম
বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৩৪

বগুড়া: বগুড়া জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৪ জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরো একজনের। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন ১১ হাজার ৬৩০ জন। নতুন করে একজনের মৃত্যু হওয়ায় জেলায় করোনায় মৃতের সংখ্যা এখন ২৮৪ জন। যা রাজশাহী ও রংপুর বিভাগে সর্বোচ্চ।

শুক্রবার (২৩এপ্রিল) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বগুড়ার দুটি আরটিপিসিআর ল্যাবে ২২০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৪ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। আক্রান্তের হার ১৫.৪৫শতাংশ।

এছাড়া বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন শাজাহানপুর উপজেলার জান্নাতুল ফেরদৌস (৩২) নামের এক নারী মৃত্যুবরণ করেছেন। 

নতুন আক্রান্ত ৩৪ জনের মধ্যে বগুড়া সদরে ৩১ জন বগুড়া সদরের বাসিন্দা। 

তিনি আরো জানান, নতুন করে আরো ৪৩ জন রোগী সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৭২জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৪জন করোনা রোগী। 

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে