Dr. Neem on Daraz
Victory Day

যশোরে নতুন শনাক্ত ৫০, মোট আক্রান্ত ৬১২২


আগামী নিউজ | বিল্লাল হোসেন, যশোর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ০৮:১০ পিএম
যশোরে নতুন শনাক্ত ৫০, মোট আক্রান্ত ৬১২২

ছবিঃ আগামী নিউজ

যশোরঃ গত ২৪ ঘন্টায় আরও  ৫০ জনের কোভিড-১৯ করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ২২৮ জনের নমুনায় ৫০ জনের ফলাফল করোনা পজেটিভ আসে । এই নিয়ে শুক্রবার পর্যন্ত জেলায় ৬ হাজার ১শ’২২ জন নারী পুরুষ করোনায় আক্রান্ত হলেন। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, শুক্রবার করোনায় নতুন শনাক্ত ৫০জনের মধ্যে সদর উপজেলায় রয়েছে ৩৬ জন, শার্শা উপজেলায় ১ জন  ঝিকরগাছা উপজেলায় ২ জন ও চৌগাছা উপজেলায় ৪ জন রয়েছেন।

যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. ইকবাল কবীর জাহিদ জানান, জিনোম সেন্টারে যশোর জেলার ২২৮ নমুনা পরীক্ষা করে ৫০ জন ছাড়াও মাগুরা জেলার ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের পজেটিভ পাওয়া যায়। অর্থাৎ দুই জেলার ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জন পজেটিভ ও ১৯৮ জনের নেগেটিভ আসে।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ২৩ এপ্রিল পর্যন্ত জেলায় ৩৪ হাজার ২২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছি। তাতে ৬ হাজার ১শ’২২ জন কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৯ জন নারী পুরুষ।

সিভিল সার্জন আরও জানান, যশোরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে যশোর সদর ও অভয়নগর উপজেলায়। প্রথম ঢেউয়ে এই দুই উপজেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি ছিলো। করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে