Dr. Neem on Daraz
Victory Day

আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


আগামী নিউজ | সাভার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ১০:১৩ এএম
আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নমুনা ছবি

সাভারঃ আশুলিয়ায় ট্রাকচাপায় হানিফ (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেলে থাকা মাসুদ রানা (৩২) নামের আরেক যুবক গুরতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৭ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কেরর আশুলিয়ার কবিরপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হানিফ জিরানী কোনাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে নিহত হানিফ ও তার বন্ধু মাসুদ নবীনগর- চন্দ্রা মহাসড়ক দিয়ে যাচ্ছিলো। এসময় তারা কবিরপুর এলাকায় পৌছালে নবীনগরগামী একটি অজ্ঞাত ট্রাক তাদেরকে চাপায় দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই হানিফের মৃত্যু হয় ও গুরুত্বর আহত হয় মাসুদ।

সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব ভূইয়া বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে