Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৭:২০ পিএম
বগুড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলা সদরের সাবগ্রাম এলাকার দরিদ্র কৃষক সোহরাব হোসেনের (৬৫) ২৮ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল)  বগুড়া সদরের সাবগ্রামের চান্দপাড়া মাঠে মুকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের কর্মীরা ধান কেটেছেন। এসময় ছাত্রলীগের কর্মী ইউসুফ, শামীম, জীম, নুর, মোমিন, আহাদ, নাবিল, শাহরিন, শুভ ও মেহেদী উপস্থিত ছিলেন।

কৃষক সোহরাব হোসেনের বলেন, ২৮ শতক ভিঁউয়ের (জমির) ধান কাটতে ৩ হাজার ট্যাকা লাবগি। যেটি হামার দিনচলা কটিন, সেটি ধান কাটা সপন দ্যাকার লাগান। মুকুল হামাকেরে পাশের পাড়ার ছোল। হামাক কালকে আতোত দ্যাকা করেক আে ধান কাটপি (কাটবে) , আবার ঘরে তুলে দিবি।  হামার বিশ্বাস হয়নি। সকালে যখন ওরা আসলো হামি (আমি) ভাববার পাইনি। একন (এখন) ওরা ধান কাটিচ্চে, আবার বাড়িত লিয়ে (নিয়ে) যাবি দিবার।

বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যানে কাজ করে থাকে। আমরা জানতে পারি কৃষক সোহরাব হোসেন অর্থাভাবে ধান কাটতে পারছেন। তাই আমরা সবাই মিলে ধান কেটে দিচ্ছি। ধান কাটতে আসা ছাত্রলীগের সকল নেতাকর্মী রোজা আছে। তারা সকলেই রোজা রেখে ধান কাটছেন ধান কাটা শেষে আমরা কৃষকের বাড়িতে সেই ধান পৌছে দিব। যাতে তাকে আলাদা করে ধান নিয়ে যেতে অর্থের ব্যয় না করতে হয়।

তিনি আরও জানান, গতবছরও আমরা রোজা থাকা অবস্থায় বেশ কয়েকজন কৃষকের ধান কেটে ঘরে তুলে দিই। এবছরও তার ব্যতিক্রম হবে না।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে