Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় বৃষ্টিধারায় পুলকিত প্রকৃতি, জনমনে স্বস্তি


আগামী নিউজ | মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ১১:০০ এএম
দুপচাঁচিয়ায় বৃষ্টিধারায় পুলকিত প্রকৃতি, জনমনে স্বস্তি

ফাইল ফটো

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় একপশলা বৃষ্টিধারায় পুলকিত হয়ে উঠেছে প্রকৃতি। সেইসাথে স্বস্তি ফিরেছে কৃষকসহ জনসাধারনের মনে।

বৃহস্পতিবার ( ২২ এপ্রিল) সকালে কৃষকরা ছুটে যায় তাদের ক্ষেত পরিদর্শনে। তাছাড়া পথচারীদের মুখেও শোনা গেছে স্বস্তির প্রকাশ।

দুপচাঁচিয়ায় গত  কয়েকদিন ধরে তীব্র তাপদাহে প্রায় ওষ্ঠাগত ছিল মানুষের প্রাণ। প্রকৃতির জৈববৈচিত্রে তাপদাহের ফলে শুরু হতে থাকে নেতিবাচক প্রভাব। সেজন্য এক পশলা বৃষ্টি হয়ে পড়েছিল অতি কাংখিত।

দিনভর তীব্র তাপদাহ ও ঝলমলে রোদ শেষে বুধবার ( ২১ এপ্রিল) সন্ধ্যাবেলায় আকাশে কালোমেঘ জমে। রাত ৮. ৩০ টা শুরু হয় সেই অতি কাংখিত বৃষ্টি। বৃষ্টি হয়েছে কখনও গুড়িগুড়ি, কখনওবা মুষলধারে। বৃষ্টির সাথে সাথে বইছিল ঠান্ডা বাতাস। বৃষ্টি আর ঠান্ডা বাতাসে স্বস্তি নেমে আসে দুপচাঁচিয়ার প্রকৃতিজুড়ে।

এদিকে, বৃষ্টি শুরুর পর থেকেই দুপচাঁচিয়ার বিভিন্ন এলাকা  বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং গভীর রাতে কোথাও কোথাও বিদ্যুৎ আসলেও চলেছে লোড শেডিং।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে আমশট্ট গ্রামের কৃষক সচিন বর্মন জানায়, এ বৃষ্টির দরুন বোরো ফসলসহ আম, কাঠাল, লিচু গাছের অনেক উপকার হল। তাছাড়া মরিচের ক্ষেতে পানি সেচের জন্য কৃষকরা বাড়তি কষ্ট করা থেকে রেহাই পেল।

বৃষ্টি ও দমকা হাওয়ায় দুপচাঁচিয়া উপজেলার কোথাও কাঁচা ঘরবাড়ি,গাছ কিংবা ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার  খবর পাওয়া যায়নি।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে