Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ার সাহারপুকুর হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি  প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০৪:৫৭ পিএম
দুপচাঁচিয়ার সাহারপুকুর হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর হাটে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায় নি ক্রেতা -বিক্রেতাদের।

বুধবার ( ২১ এপ্রিল) সকাল ৯ থেকে হাটে কাঁচাবাজারসহ মাছ, মাংস, ইফতারি সামগ্রী ও অনান্য দোকান বসে। হাটে কাঁচাবাজার উন্মুক্ত স্থানের পরিবর্তে সংকুচিত স্থানে হওয়ায় মাঝে মাঝে ক্রেতা-বিক্রেতাদের জটলা পরিলক্ষিত হয়। সাহারপুকুর হাটে মাছবাজার, ইফতার সামগ্রীর বাজারসহ হাটের অনান্য অংশে ক্রেতা ও বিক্রেতাদের সামাজিক দুরুত্ব মানতে দেখা যায়নি। 

সেইসাথে মাস্কবিহীন অবস্থায় দেখা গেছে প্রায় সকলকে। এছাড়া সকাল ৯ থেকে দুপুর ৩ পর্যন্ত কাঁচাবাজারে  বেচাকেনার সরকারি নির্দেশনা থাকলেও তা গড়িয়েছে আরও অনেকক্ষন।

এ সপ্তাহে চৌমূহনী, জিয়ানগর, তালুচ, আলতাফনগর হাট-বাজারের দৃশ্যও ছিল এমন। সরকার ঘোষিত লকডাউনের সময়সীমা বাড়লেও কমছে জনসচেতনতা।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমনের হার উদ্বেগজনক হওয়ায় ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১ম দফা লকডাউন শেষে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত শুরু হওয়া ২য় দফা লকডাউনের আজ বুধবার (২১ এপ্রিল)  শেষ দিন । আগামী ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ৩য় দফা লকডাউনের কবলে পড়তে যাচ্ছে সারা বাংলাদেশ।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে