বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় ২য় দফা লকডাউনের ৭ম দিনে তৎপর ছিল প্রশাসন।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরের আগে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহি অফিসার মুহাঃ আবু তাহির সিও অফিস এলাকাসহ পৌর এলাকায় জনচলাচল তদারকি করেন। এসময় তাঁর সাথে ছিলেন দুপপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী।
মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া সদরের কাঁচাবাজার এলাকায় ক্রেতা বিক্রেতাদের জটলা পরিলক্ষিত হয়। এসময় ক্রেতা বিক্রেতারা স্বাস্থ্যবিধির তেমন তোয়াক্কা করেনি। তাছাড়া উপজেলা সদরের বিভিন্ন মার্কেটে কিছু কিছু কাপড়ের দোকানের দরজা আধাখোলা অবস্থায় দেখা গেছে। তবে প্রশাসন তৎপর হওয়ার খবর পেয়ে দ্রুত দোকান বন্ধ করে সটকে পড়ে ওই দোকানিরা।
উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১ম দফা লকডাউন শেষে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত শুরু হওয়া ২য় দফা লকডাউনের আজ মঙ্গলবার (২০ এপ্রিল) ৭ম দিন চলছে।
আগামীনিউজ/এএস