Dr. Neem on Daraz
Victory Day

কর্মহীন জনগোষ্ঠীর পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন


আগামী নিউজ | রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি  প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ০৫:৫৭ পিএম
কর্মহীন জনগোষ্ঠীর পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

ছবি: আগামী নিউজ

নারায়ণগঞ্জ: মহামারী করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর নিজস্ব তহবিল থেকে দু:স্থ, অসহায়, কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, রিক্সাচালক ৩শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ ত্রাণ বিতরণ করেন।  

ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ। 

এ সময় জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ জানান, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর নিজস্ব তহবিল থেকে ৩শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজন মতো এর পরিধি আরো বৃদ্ধি করা হবে। এ সময় তিনি
নারায়ণগঞ্জের সামর্থবানদের অসহায় মানুষদের পাশে দাঁ ড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার মো: মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ শামিম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ তোফাজ্জল হোসেন এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে