Dr. Neem on Daraz
Victory Day
অসহায়দের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে

ব্রাহ্মণবাড়িয়ায় সেলাই মেশিন বিতরণ


আগামী নিউজ | মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ০৩:২৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সেলাই মেশিন বিতরণ

ছবি: আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়া: জেলার সরাইলে দশজন অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৯ এপ্রিল ) দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে উপজেলার অরুয়াইল বাজারে উপস্থিত ইজা ডেন্টাল প্লাসে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

সরাইলের গরীবের বন্ধু খ্যাত মানবিক নেতা মনসুর আলী এবং তার ফেসবুক বন্ধুদের অর্থায়নে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। গত তিন বছরে তাঁরা একশত অসহায় নারী পুরুষকে সেলাই মেশিন, দোকান, ছাগল, ধানমাড়াইয়ের মেশিন ও নৌকা- জাল  দিয়ে স্বাবলম্বী করেছে। 

মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সাত্তার ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো. এলাই মিয়া, সাংবাদিক ও কলামিষ্ট আবুল খায়ের আনসারী, দৈনিক আজকের পত্রিকার সরাইল প্রতিনিধি এম মনসুর আলী, সমাজকর্মী শাহআলম ও ফটোগ্রাফার ফারহান লাবিব প্রমূখ।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে