কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত)কে ডিবিতে বদলী
আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ০২:৫৫ পিএম
ফাইল ফটো
নোয়াখালীঃ জেলার কোম্পানীগঞ্জে উপজেলা আ.লীগ ও মির্জা কাদেরের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের জেরে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রবিউল হককে নোয়াখালী ডিবিতে বদলী করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গতকাল রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে তাকে নোয়াখালী ডিবিতে বদলী করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ দুই মাস থেকে সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা পরিদর্শক (তদন্ত) রবিউল হকের বিরুদ্ধে মাদক ব্যবসা, তার হাতে আঘাত করাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তাঁর বদলী দাবি করে আসছিলেন।
আগামীনিউজ/এএস