Dr. Neem on Daraz
Victory Day

দিনাজপুরে করোনা শনাক্ত ২৫, হাসপাতালে ভর্তি ২৯


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ১১:৪৪ এএম
দিনাজপুরে করোনা শনাক্ত ২৫, হাসপাতালে ভর্তি ২৯

ফাইল ফটো

দিনাজপুরঃ গত ২৪  ঘন্টায় দিনাজপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, আজ ১৯ এপ্রিল ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৫ টি,  শনাক্ত ২৫ জন, ফলো আপ পজিটিভ ১ জন, সনাক্তের হার ২০.০০% মোট সনাক্ত ৫২১৩জন, ২৪ ঘন্টায় সুস্থ ১৬ জন,  মোট সুস্থ্য ৪৭৯৯ জন, মোট মৃত্যু ১০৪ জন।
 
নতুন করোনা আক্রান্তদের মধ্যে সদরে ১৭জন, বিরল ২,পার্বতীপুর ১, খানসামা ২, বোচাগঞ্জ ১, বীরগঞ্জ ১, ঘোড়াঘাটে ১জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন।
   
২৪ ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ ১১৫ টি, মোট নমুনা সংগ্রহ ৩৮৯৩১ টি,মোট নমুনা পরীক্ষা ৩৬২৭৫ টি। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ৯৪জন , মোট কোয়ারেন্টাইন ৩১৫৮৯জন, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র ৫৬ জন, মোট কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ৩১০১৬জন, হোম আইসোলেশনে আছেন ২৮১জন, বর্তমান রোগী ৩১০ জন।
 
কোভিড ১ম ও ২য় ডোজের টিকা কর্মসূচী চলমান। কোভিড ১৯ টিকার জন্য মোট নিবন্ধিত ব্যাক্তির সংখ্যা ১২৯৩৯৫ জন।
 
দিনাজপুর জেলায় কোভিড-১৯ গণ- টিকাদান সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ তথ্য:
 
১ম ডোজ টিকাগ্রহীতার সংখ্যা ৮৮৯ জন, ২য় ডোজ টিকাগ্রহীতার সংখ্যা ৩৮৯৭ জন। অদ্যাবধি ১ম ডোজ টিকা গ্রহীতা ১,০৯,০০৩ জন। ২য় ডোজ টিকা গ্রহীতা ২৬,৪৪৮ জন।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে