Dr. Neem on Daraz
Victory Day
দুইদিন আমদানি রপ্তানি বন্ধের পর 

চালু হচ্ছে বেনাপোল বন্দর, পণ্যজটের আশঙ্কা


আগামী নিউজ | মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৩:৪০ পিএম
চালু হচ্ছে বেনাপোল বন্দর, পণ্যজটের আশঙ্কা

সংগৃহীত

যশোর: পহেলা বৈশাখ আর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে সঙ্গে দুদিন আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল যে কারণে বন্দরে পণ্যজট দেখা দেয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় করনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সচল ছিল পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত, বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন সেক্রেটারি সাজেদুর রহমান দুদিন বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান আজ রবিবার থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে ।

ভারতের পেট্রাপোল বন্দরে সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন সেক্রেটারি কার্তিক চন্দ্র জানান প্রতি পহেলা বৈশাখে ভারতের ব্যবসায়ীরা বর্ষবরণ পালন করেন এদিন ছুটি কাটাতে বন্দরে পণ্য পরিবহন বন্ধ থাকে বিষয়টি বাংলাদেশ ব্যবসায়ীদের জানানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান,সরকারি ও সাপ্তাহিক ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় শর্ত মেনে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী দের চলাচল স্বাভাবিক ছিল। 

বেনাপোল বন্দরের উপ পরিচালক ট্রাফিক মামুন কবীর তালুকদার জানান, সরকারি ও সাপ্তাহিক ছুটিতে সাধারণ বেনাপোল দিয়ে আমদানি-রফতানি হয় না । যে কারণে পণ্যবাহী ট্রাকে লাইন পরেছে পেট্রাপোলে । ব্যবসায়ীরা যাতে দ্রুত পূর্ণছাড় করাতে পারে সেজন্য বন্দরের কর্মকর্তা কর্মচারীদের বলা হয়েছে । 

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আমিনুল হক জানান দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় পেট্রাপোল বন্দরে পণ্যজট দেখা দিয়েছে । ওপারে কমপক্ষে ৫ হাজার পন্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে । আজ থেকে বেনাপোলে ট্রাকগুলো প্রবেশ করলে জট দেখা দেবে ।

প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে ৪শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে থাকে । বেনাপোল বন্দর থেকেও প্রায় ১৫০ ট্রাক বাংলাদেশি রপ্তানি পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যায় । একদিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলে সরকার প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় ।

আগামীনিউজ/নাহিদ


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে