Dr. Neem on Daraz
Victory Day

নেত্রকোণা সীমান্তে ভারতীয় গরু উদ্ধার 


আগামী নিউজ | নেত্রকোণা প্রতিনিধি  প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৩:১৫ পিএম
নেত্রকোণা সীমান্তে ভারতীয় গরু উদ্ধার 

ছবি: আগামী নিউজ

নেত্রকোনা:  নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ মেইন পিলার ১১৭১ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান থেকে ০৫ টি ভারতীয় গরু জব্দ করা হয়।

এছাড়া গত শনিবার নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ১ নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়নে অবস্থিত মোহনপুর বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ আব্দুল হক এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৮৮/১৩-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর নামক স্থান হতে ২৮৫ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করে। 

রোববার (১৮ এপ্রিল) বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি ৩১) নেত্রকোণা ব্যাটালিয়ন  উপ- অধিনায়ক নূরুদ্দীন মাকসুদ কর্তৃক লিখিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে