Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে বেড়েই চলছে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০২:১৮ পিএম
চট্টগ্রামে বেড়েই চলছে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা

ফাইল ফটো

ঢাকাঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী মহামারী করোনা ভাইরাসের ভয়াল ছোবলে আক্রান্ত ও সংক্রমণ প্রতিরোধে বর্তমান সময় দিশেহারা পুরো বিশ্ব!
 
মহামারী এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের অন্যান্য দেশের মত বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশও।
 
মহামারী এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে বাংলাদেশে গতকাল (১৭ এপ্রিল) পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০, হাজার ২৮৩ জন।
 
বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশী রাজধানী ঢাকা শহরে।
 
করোনায় দেশের দ্বিতীয় স্থানে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার দিকে অবস্থান করছে বন্দরনগরী চট্টগ্রাম। করোনার দ্বিতীয় ঢেউয়ে চট্টগ্রামে প্রতিদিনই যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনি বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা!
 
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। 
 
নতুন করে আরও ২৫২, শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনায় আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৪ জনে।
 
আজ (১৮ এপ্রিল) রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে নিয়মিত প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় চট্টগ্রামে গত ঘণ্টায়  বিভিন্ন ল্যাবে ৯৫৮টি নমুনা পরীক্ষায় ২৫২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২৩৫ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৭, জন।
 
উল্লেখ্য, মহামারী এই ভাইরাসে চট্টগ্রাম দ্বিতীয় স্থানে থাকার পিছনে প্রধান কারন হচ্ছে দেশের দ্বিতীয় রাজধানী হিসেবে চট্টগ্রামকে বলা শহরের প্রধান প্রান কেন্দ্র গুলোর আশেপাশে গড়ে উঠেছে ঘনবসতির আবাসন বাসস্থান!
 
ঘনবসতির কারনে সামাজিক দুরত্বের বিষয়টি বরাবরই থেকে যাচ্ছে স্বাস্থ্য বিধি মেনে চলা নিয়মের বাহিরে।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে