Dr. Neem on Daraz
Victory Day

রামুতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


আগামী নিউজ | জাফর আলম, কক্সবাজার প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৯:২৬ এএম
রামুতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারঃ কক্সবাজারের রামুতে মূল্য তালিকা না রাখা,পন্যের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্নের তারিখ না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার(১৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে রামুর চৌমহুনি এলাকার মধুবনকে মূল্য তালিকা না রাখা,পন্যের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্নের তারিখ না থাকার অপরাধে ৩ হাজার,মোহাম্মদিয়া স্টোরকে মূল্য তালিকা না রাখা,অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ২ হাজার টাকা,হাজী স্টোরকে  অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে এক হাজার টাকা,হাকিম স্টোর অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে এক হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এসময় চৌমহুনি এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন এবং করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে প্রচারনা করা হয়। ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা,অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন রামু  থানার এক দল চৌকস সদস্য।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।পরবর্তী অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আমিন আল পারভেজ এর নেতৃত্বে সদর উপজেলার বড় বাজারে দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি রোধে তদারকি অভিযান পরিচলনা করা হয়,এসময় মুদির দোকান,কাচামালের দোকান,ডিমের দোকান সহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে তদারকি করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি মোঃ ইমরান হোসাইন।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে