Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় কৃষকের হাত পা বাঁধা লাশ উদ্ধার


আগামী নিউজ | হুমায়ুন কবীর, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ০৭:৫১ পিএম
কুষ্টিয়ায় কৃষকের হাত পা বাঁধা লাশ উদ্ধার

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: জেলার কুমারখালীতে জমি থেকে হাত পা বাঁধা অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) সকালে বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে আবাদি জমি থেকে নজির উদ্দিন (৫৯) নামের কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নাজির উদ্দিন ওই গ্রামের মৃত হায়াত আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত গোলাম সরোয়ার, দুলাল ও জাহিদ গ্রুপের সাথে বাবলু, মনোয়ার ও আনোয়ার গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে গত ২৫ জানুয়ারি বাবলু গ্রুেপর সবুর নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ছেলে থানায় সরোয়ার গ্রুপের লোকজনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলা নিয়েও দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছিল। এর মধ্যে শনিবার সকাল ৬ টার দিকে সরোয়ার গ্রুপের সমর্থিত নজির উদ্দিনের মরদেহ নিজ বাড়ি থেকে সাড়ে তিনশ গজ পশ্চিমে রজব মোল্লার আবাদি জমিতে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়।

নিহতের ছেলে মিরাজ জানান, তার বাবা প্রায় দিনই পুকুর পাড়ের বাঁশের চরাটের উপর রাতে শুয়ে থাকত। শুক্রবার রাত ১২ টার দিকেও তিনি সেখানেই ঘুমিয়ে ছিলেন। সকাল ৬ টার দিকে তিনি লোক মারফত তার বাবা খুনের খবর পান। তার ধারণা পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এই হত্যাকান্ড ঘটিয়েছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ফাঁকা মাঠ থেকে নজির উদ্দিন নামের এক কৃষকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কারা কী কারণে কৃষক মজির উদ্দিনকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে