নারায়ণগঞ্জ: জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছে ৭৬ জন। চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ১৯৯ জনের। মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯শ৩৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগিরা। কিন্তু রোগি ভর্তি তুলনায় নারায়ণগঞ্জের তিনশ শয্যা কোভিড ডেলিকেটেড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ছিলো কম। এবার হাসপাতালের অক্সিজেন সমস্যা সমাধানে এগিয়ে এসেছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড ।
শনিবার (১৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কৃর্তৃপক্ষ ক্লাবে নিজস্ব তহবলি থেকে ২০ টি এবং ক্লাবের সদস্যদের সহায়তায় আরো ৪০টি মোট ৬০ অক্সিজেন সিলিন্ডার খানপুর তিনশ শয্যা কোভিড ডেলিকেটেড হাসপাতালের তত্বাধবায়ক আবুল বাশারের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি তানভীর আহমেদ টিটু, খানপুর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আবুল বাশার, আবাসিক চিকিৎসক ডাক্তার সামসুদোহা সঞ্চয়সহ ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা।
নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীন আহমেদ টিটু জানান, নারায়ণগঞ্জ ক্লাবের মিটিং সিদ্ধিন্ত গৃহিত হয়েছে ক্লাব কর্তৃপক্ষ যেন দুর্যোগ দুবিপাকে মানুষের পাশে দাড়ায় । সেই আলোকে খানপুর হাসপাতালে ক্লাবের নিজস্ব তহবিল ও ক্লাব মেম্বারদের সহায়তায় ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি শীতলক্ষ্যা নদীর পুর্বপাড় বন্দর উপজেলায় সাস্ব্য কমপ্লেক্সে রোগিদের আন নেয়ার জন্য একটি এম্বুলেন্স প্রদান করার। এছাড়া করোনা রোগিযা যাতে ওই হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা পেতে পারে সে জন্য দুটি অকিবসজেন সিলিন্ডার প্রদান করা হবে।
খানপুর হাসপাতালের তত্ত¡বধায়ক ডাক্তার আবুল বাশার জানান, কোভিড ডেলিকেডেট তিনশ শয্যা হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত রোগি ভর্তি আছে ৮৩জন। তার মধ্যে আইসিউতে আছে ১০ জন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ রোগির অক্সিজেন সার্পোট প্রয়োজন হয়। কিন্তু হাপাতালে সে পরিমান অক্সিজের সিলিন্ডার ছিলোনা। কিন্তু নারায়ণগঞ্জ ক্লাব লিমিডেটড কর্তৃপক্ষ এগিয়ে আসায় সেই অভাব পুরণ হলো।
আগামীনিউজ/নাহিদ