Dr. Neem on Daraz
Victory Day

লকডাউনে সুনামগঞ্জ শহর ফাঁকা, পুলিশ কঠোর অবস্থানে


আগামী নিউজ | হাসান আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ০৭:২২ পিএম
লকডাউনে সুনামগঞ্জ শহর ফাঁকা, পুলিশ কঠোর অবস্থানে

ছবিঃ আগামী নিউজ

সুনামগঞ্জঃ লকডাউনের ৪র্থ দিনে শহরে নেই মানুষের জট। নেই যাত্রী বহনকারী পরিবহনের আধিক্য। পাঁয়ে চলাচল করে চলছে কম সংখ্যক মানুষ।

রিকশা, মোটরসাইকেল সকাল থেকেই চলাচল করতে চাইলেও সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো.সহিদুর রহমানের নেতৃত্বে মোড়ে মোড়ে এসব যান আটকে দেয় পুলিশ। সেই চির চেনা দৃশ্য নেই শহরের। শহর ঘুরে দেখা যায়, বিপনী বিতানগুলো বন্ধ রয়েছে।

নিত্য প্রয়োজনীয় খাবারের কম সংখ্যক দোকান খোলা। ক্রেতা নেই, কারণ তাদের মুভমেন্ট পাস হয়তো নেই। শনিবার সকাল থেকে এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়।

রিকশা, মোটরসাইকেল থামিয়ে থামিয়ে জিজ্ঞেস করছেন, কে কোথায় যাবেন। যথাযথ কারণ বলতে পারলে গন্তব্যে যেতে দিচ্ছেন। আর না বলতে পারলে পথ থেকে ফিরিয়ে দিচ্ছেন। দেখতে চাইছেন ‘মুভমেন্ট পাস’।

শহরের প্রধান সড়কে কোনো রিকশা যাত্রী নিয়ে এলে, যাত্রী নামিয়ে রিকশা ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন কার্যকর করতে পুলিশ দায়িত্ব পালন করছে। যথাযত কারণ দেখাতে পারলে যাত্রীদের গন্তব্যস্থলে যেতে দেয়া হচ্ছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে