Dr. Neem on Daraz
Victory Day

ভুয়া প্রযুক্তি পরীক্ষার ১১ বছর !


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৫:৪৮ পিএম
ভুয়া প্রযুক্তি পরীক্ষার ১১ বছর !

ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ জেলার শ্রীপুর উপজেলার বরমী বাজারের গোলাম মোর্তজার ছেলে মমিন উদ্দিন একজন চিকিৎসা প্রযুক্তিবিদের নাম ও সীল ব্যবহার করে গত ১১ বছর মানবদেহের নমুনা পরীক্ষার সনদে স্বাক্ষর করে আসছিলেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বরমী বাজারের দি নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে তা ধরা পড়ে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, দন্ডপ্রাপ্ত মমিন উদ্দিন গত ১১ বছর যাবত জনৈক চিকিৎসা প্রযুক্তিবিদ নজরুল ইসলামের নাম ও সীল ব্যবহার করছেন। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে মানবদেহের নমুনা পরীক্ষার সনদ দিয়ে আসছিলেন।

তাঁর এ সংক্রান্ত কোনো যোগ্যতা না থাকায় তিনি আরেকজনের নাম ও সীল ব্যবহার করছিলেন। অভিযানে বিষয়টি চিহ্নিত হওয়ার পর তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বরমী বাজারের বাসিন্দা।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে